Facebook remarkting ফেসবুক রিমার্কেটিং কাস্টম অডিয়েন্স

ফেসবুক রিমার্কেটিং||কাস্টোম অডিয়েন্স ক্রিয়েট

রিমার্কেটিং এর জন্য প্রথমেই আমাদের যে কাজটা করে দরকার সেটা হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট।

অডিয়েন্সটা অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট করে?

আমরা যদি এড অ্যাকাউন্টে থাকি, তাহলে বাম পাশ থেকে অডিয়েন্স নামে একটা সেগ্ম্যান্ট থাকে। আমরা ইভেন্ট ম্যানেজার থেকেও এটা ক্রিয়েট করতে পারি অথবা আমরা অডিয়েন্স থেকেও এটা করতে পারি। আল্টিমেটলি সবকিছুই অডিয়েন্সের মধ্যেই আসে। অডিয়েন্সের উপর বেস করেই কিন্তু আমরা রিমার্কেটিং করবো। রিমার্কেটিং জিনিসটা হচ্ছে ঐসব ব্যক্তিকে টার্গেট করতে চাই, যারা আমার ক্যাটাগরি পেজ ভিসিট করছে লাস্ট ৩০ দিনের মধ্যে।

কিভাবে কাস্টোম অডিয়েন্স ক্রিয়েট করবো?

ওয়েবসাইট ট্রাফিকের মধ্যে যদি আমি কাস্টোম অডিয়েন্স করি তখন আমাকে অনেকগুলো অপশন আমাকে দিবে। তারপর any people criteria-সি্লেক্ট করবো। তারপর আমি যদি একটা লিস্ট বানাই যে যতজন আমার সাইট ভিসিট করছে তাদের সবাইকে আমি টার্গেট করতে চাই। তারপর অডিয়েন্সের নাম চাবে। সবগুলো দেয়া হয়ে গেলে তারপর ক্রিয়েট অডিয়েন্স বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর যেহেতু ফেসবুকে পিক্সেল ভিউজ হচ্ছে আমার ওয়েবসাইটের ট্রাফিক আসবে, সেই সব ট্রাফিকের লাস্ট ৩০ দিলের ডাটা যেন কালেক্ট হয়। কিন্তু আমরা যখন এড রান করবো, সেক্ষেত্রে আমরা এই অডিয়েন্সগুলো দিয়ে কাজ করবো।



Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *